ঠাকুরদার ঝুলি থেকে বেরোনো গল্পের ঝাঁক,
                              নিহত হয়েছে সেদিনই -
যেদিন, ঠাকুরদার-ই বিয়োগ হলো !


গল্পগুলোও উবে গেল কর্পূরের মতন !


                                        
                                           এখন বুঝি -
কল্পনায় ডুবে থাকা সেই গল্পের ঝাঁক সব ছিল মিথ্যে ।
ওসব ভালো লাগে কল্পনাতেই ।


আর এখন সেই মিথ্যেকেই কেমন যেন আপন করি আপন হতেই,
                                          বিভোর হই -
যখন ভবিষ্যতের স্বপ্ন শুনি তোমার মুখে ।


                                            এখন বুঝি -
সত্যি, মিথ্যে সকলি ধোঁয়াশার ধূল ,
                                    এই প্রেমের হাতে ।