সহসা কষ্ট জাগে !


বহিরঙ্গের লোমে লেগে থাকে কিছু ঘাম
আর অন্তরে সেই ঘামের বিষ ।
জাগে,
সহসা সেই বিষের জ্বালা জাগে !


সমাজের চোখে রোগাক্রান্ত শরীরের ভিতর
যে আগুনের উৎপত্তি,
সেই আগুনে নিজেই পুড়ি জ্বলে পুড়ে !


মনের অসুখ সারার বদলে আরও বাড়ে
ঔষধ যায় বিফলে মনের অন্ধকারে !


ভয় হয় !


দিন করি শেষ প্রার্থনাতে ।
পরজন্মে যেন মানব না হই - মনুষত্ব ছাড়া !


কষ্ট হয় !


সেইসব অবলাদের দল পাক স্বর্গটুকু,
যাতে আছে শুধুই মোদের অধিকার ।