জীবনের প্রতিটা ফ্রেমে আমি নিজেকে বাঁধতে চাই
স্বপ্নগুলো যদি মেশে আলোর ভিড়ে -
তবে তাই হোক ।


চাই স্বপ্নেরা যাতে কোনোদিন দোষ দিতে না পারে,
যেন বলতে না পারে,
আমাকে তুই মেরে ফেলেছিস গলা টিপে ।


তাই জীবনের ফ্রেমগুলো যাই হোক না কেন,
তাতে যদি মেশে সুখ,
যদি মেশে দুঃখ,
তবে তাই হোক,
আমি তাদের উড়িয়ে দেবো ।


বুক উঁচিয়ে স্বপ্নগুলোকে বলব -
আমি ভয় পাই না ।
উড়ে যা, যতটা পারবি উড়তে,
আরও উঁচু, আরও উঁচুতে,
যাতে কোনোদিনও তোদের ধরতে না পারি ।