আমার তখন যাবার সময়
" শুনছো " বলে ডাকলে আমায়,
অগত্যা আমায় থামতে হলো,
পিছন ফিরে দেখতে হলো,
মিষ্টি স্বরে বললে আমায়
" টিফিন টা কি নিয়েছো ? "
অগত্যা জিভ কাটতে হলো, বলতে হলো  -
" ভুলেই গিয়েছি, কি কান্ড দেখেছো ! "


টিফিন নেবার ছল করলেম,
ছুট্টে গিয়ে হাত ধরলেম,
বললেম, " কই গো, দাও জলদি
যা দেবার আছে ! "
তখন তোমার হাতটা ধরে হ্যাঁচকা টানে
টেনে নিলেম - তোমায়
আমার কোলের কাছে !


ঠোঁটটি চেপে বললেম,
টিফিনের নাই ক' প্রয়োজন,
দরকারি যেটা, সেটা -
তোমার স্পর্শ, আর তোমার আলিঙ্গন,
একটুকু দাও, তবু দাও -
তোমার স্পর্শ, যেটা পাইনি অনেক দিন,
কেটে যাচ্ছে আমাদের দিন -
শুধু শুধু হয়ে প্রাণহীন !


যতবার চেয়েছি বলতে,
যেমনটি করে সূর্য ওঠে পূর্বে,
আর অস্ত যায় পশ্চিমে,
তেমনি এটাও সত্যি - আমার কাছে -
তুমি ছাড়া দিন, দিন নয় !
রাত, রাত নয় !
শুধু প্রহর কাটে অবিরাম -
প্রকৃতির ন্যায় !
যেমনটি করে বাতাস বয়,
পাতা ঝরে পড়ে - ঝড়ের হাওয়ায় !
আজ বলছি, তুমি ছাড়া শূন্য মোর বুক,
শূন্য হৃদয় !


' ভালোবাসি ' ছাড়াও কত কথা আছে -
তোমায় বলার,
যেগুলোতে ধুলো জমে আছে,
পড়ে আছে - কোন অবচেতনের মাঝে,
সেগুলোকে বাহির করতে চাই !
ওগো টিফিন আমার নাই ক ' প্রয়োজন,
শুধু চাই -
তোমার স্পর্শ, তোমার আলিঙ্গন !
একটুকু দাও, তবু দাও,
আমার কাছে,
যেটার সবচেয়ে বেশি প্রয়োজন !