বছর শেষে -
সাদা কালো আবরণে মোড়া পথের উপর,
বিস্তৃত লোহার লাইনের ধারে,
চমৎকার এক দুপুরের বেশে -
দিনটা এলো, আবার চলেও গেলো ।


রংহীন কালো ছায়ার উপর বসে,
ল্যাম্পপোস্টের কালচে হলুদ আলোর তলায় বিস্তৃত -
চাকার উপর ভর দিয়ে টুং টুং করে বেল বাজার শব্দে,
পথ ছাড়ি ।
পিছন ফিরে দেখি, সে আসছে !
নিজ গতিপথ ধেয়ে সে আসছে !


তাকে বরাবর ট্রাম বলেই চিনি ।