চুপ করে মিশে যাওয়া রঙ সাদা কালো ক্যানভাসে ভাসে ;
তুলি দিয়ে কাঁটা আঁকিবুকি স্বপ্ন বোনে অবকাশে ।


প্রশ্নোত্তর খেলায় মিশে গেছো - জানি ;
তুমি আর তুমি নেই । বেঁচে আছো অভ্যাসে - ধরে মোর হাতখানি ।


তুমি কি পরাধীন? খুঁজছো স্বাধীনতা, ঘুরে দাঁড়াবার?
আমি বলি, তবে শোনো ।
যে কটা রাত, যে কটা দিন,
ফুরিয়েছে, কেটেছে একা -
তুমি একা নও, আমিও আছি ।


যদি আলোতে আলো খোঁজো, পাবে না ;
খুঁজো অন্ধকারে !
একা একা নয় । আমাকেও নিয়ে যেও সাথে ।
আলো এলে তখন ফিরব একসাথে ;
পরস্পরের হাত ধরে ।