সমাজ না মেনে নিলে
আমার চাঁচাছোলা কথার বলে
তাড়িয়ে দিলে
আমার আবার যাবার জায়গা কই?
তুমি তুললে প্রশ্ন ।


কিন্ত জানো কি?
আমার যাবার জায়গার অভাব নাই !


আসমান জমিনের পার্থক্যটা ঠেকে সেই
আকাশ পাতালের মতোই !
যেখানে শূন্যতা হাঁটে শূন্যতেই,
আর অপকর্ষে ঢাকে সমাজের প্রাণ ।
কিন্তু সেই প্রাণে মান নাই, আছে শুধু আধুনিকতা ।


আমার, সেই সমাজের প্রয়োজন নাই ।