তখন সবে সন্ধ্যে নামার ক্ষণ,
দম দেওয়া পুতুলের মতন,
ঘোড়াই চাবি - হয়ে যাওয়া স্তব্ধ এ জীবন -
এর মতন ।


বাদ্যি বাজে, সুর বিরাজে -
ছিঁড়ে যাওয়া তারের মতন,
মরচে পড়া বুকের পাঁজর
কলকে ধরে পঞ্চাননের মতন ।