ঐ দুই চোখের দুষ্টু হাসি এখন শান্ত যেন,
কেমন চুপচাপ, বশ মেনেছে, হয়েছে সম্মোহিত ।
এখন বিরহের গান শোনে ।
হঠাৎই বদলে গেছে মনের সুর -
বিষাদের সুর ।
অজান্তেই বুকে বাসা বেঁধেছে নাম না জানা ফুলের কাঁটা,
সেগুলো দেখতে অবশ্য গোলাপের মত,
রঙ - রক্তের মত ।
বিষয়টা বিরল নয়, প্রেমনামক বস্তুর,
যা গড়তে লাগে - বর্ষের পর বর্ষ ।
কিন্তু এই প্রেম যে তাসের ঘর,
ভাঙতে লাগে শুধু একটি বাক্য ।
বাকিটা পড়ে থাকে বিষাদমাখা ভবিষ্যত ।