কাকতালীয় ভাবে ,
তোমার সাথে আমার আবার হয়েছিল দেখা ।
তখন দিন ছিল ।
কিন্ত , মেঘলা । ছিল না রোদের খেলা ।
আবছা আকাশ -
কালো মেঘের গুড় গুড় শব্দ ,
এই বুঝি নামলো ঝমঝমিয়ে !
আকাশ যেন স্তব্ধ ॥
নিস্তব্ধ ॥


আমি তখন সবে বেড়িয়েছি ।
যাব আমার স্কুল ।
তোমায় দেখে ভুললেম সবই ,
বাঁধল হুলুস্থুল ।
মা ছিল ঠিক পিছনে ।
দেখলেন - আমি দাঁড়িয়ে -
এক অচেনা মেয়ের সামনে ।
ভাবলেন মা ,
হয়তো আমি চিনি ?
নাহলে বা ওরম করে ,
দাঁড়িয়ে থাকবো ক্যামনে ?


দিলেন ধমক !
" বললেন হচ্ছে দেরি । সে খেয়াল আছে কি ? "
হতভম্ব আমি !
বললেম - " হয় নি তো দেরি " !
মুখে মুখে তক্ক ?
মা গেলেন রেগে !
তক্ষুনি মা দিলেন আমায়
মিষ্টি ঝুল্পির গপ্পো !
" আ আ আ " করে
উঠলাম জোরে !
সাথে সাথে হাসল মেয়েটিও ।
আর তক্ষুনি মন গেল জুড়িয়ে ॥