০৫.০৪.২২


বস্তা ভর্তি একেকটা মাংসপিন্ডের শরীর,
ভিতরে দম ঠিক করে দেওয়া সমস্ত আজব জীব।
রোদ্দুর খেকো বটবৃক্ষের সাথে
তাদের আলাপ-বোঝাপরা হরদম।
উত্থিত মতো পতিত-পতিতাদের সান্নিধ্য সুখে
ভাসে অবিরাম-
অশ্বত্থের ছায়ায়।
ধর্সিত পৃথিবী ক্যানসার আক্রান্ত ফুসফুসে
বাতসে দুর্গন্ধ ছড়ায়।
পেঁচাদের আপন বিলাসে কাটে অলস প্রহর।
রাষ্ট্র করার মতো নিত্যকার সত্যি ছুতোগুলোও দেখে বিলাসী খাবার।