৩০.০৬.১৮


মনের বন্ধ দরজা জানালা হাট করে খোলা-
নিবিড় নীলিমা সাদা মেঘের ওপারে
ভোঁজবাজি, অসীম শূন্যতায় কৃষ্ণগহ্বরে ;
জতুগৃহে সাজানো বাসর !
ড্রয়িং রুমের ঝাড়বাতি ঠুংঠাং হারায় আয়ু
ফিঁকে হয়ে আসে আভা, ফিঁকে হয় সব রঙ,
সুরাসুরে মিলে তাল কেটে যায় ধীরে
বুভুক্ষু শুন্য হা করে সব গিলে নিয়ে
যোগ বিয়োগের সমীকরণ মেলায়,
ভেঙে যায় জুয়ার আসর।