২৩.১০.২২
আ আ আইলের কচু বনের কচু
কোন স্বোয়াদে খায়
ঘরের বেইচ্চাক বন্দক
থুইয়া গান শুনিবার যায়।


নোহায় ব্যাহে উলা কতা
গালাটা খ্যাকারি নিনু,
মোর ছোটো বেলা
মানুষ থাকার
বয়ানটা তুলিয়া দিনু-


কেলাশ সেবেনোত মুই, সেই
আটাত্তর সাল থাকি
সগারে কর্মীক আচুনু দলে
নেতার স্বপন দ্যাকো নাই মুই
না আচিলো কোটারি দ্যেলে।


দুনিয়া কাঁপানো দশ দিনে
কিবা বিপলবী তানিয়া
না আচুনু ব্যাহে- কিষণ চন্দ্রের গাধা,
অতো কিচু প্যাঁচ জানিয়া।


আচিনু আসল ভারবাহী গাধা, মুই-
বাঘা, বি বি ডির পথ ধরিয়া।


আইটার বিলডিং নোহায় ব্যাহে
ভাঙিবার চাচিনু ভেদ,
মানুষ সকলে অভেদ হউক-
চাচুনু ঘুঁচাতে ক্লেদ।


চপর আইত, খ্যায়া আধখান
শুকান পা-ও রুটি
মুখে-নাকে মাখি কালি
মারচুনু চিকা, কতা জব্বর খাঁটি।


মরার জন্যে যতো
হাংরার বাঁশ, আংরার বাঁশ
কাটি দিচু মুই নিজ হাতে
দ্যাকি আড় চোকে, কাশে আর হাসে
বাপে-মায়ে মোর তফাতে।


দাদা আচিলো নাউয়া, যোগি
আর বান্দোর নাচা
দ্যাকচিলো বাপে চোকে আন্দার,
-কতাটা নোহায় মিছা।


সাউরা, কচির, নালমোন, পেমাচাঁন
এ-পাড়া, ও-পাড়া মিলে
দাদা আচিলো মোর
দুই কুড়ি দুই ঝোন।


মোর জন্যে কারো আন্দোন ঘরোত
আচিলো না কোনো ছুঁয়া


ছিটায় নাই কাঁহো তুলসি জল
জ্বালায় নাই তো ধুঁয়া।


নাই প্রেম দ্যেলে, আহা!
না জানোং তাসাউফ
ফানা ফিল্লাহ্ আর বাকা বিল্লাহ্।


ইলা কি জ্ঞান দিলু তুই মোক
হায়, মোর আল্লাহ্!


কারো গড-হরি, কিবা ভগমান
মানুষের ছওয়া বড় হয়া মুই
গেনু ভুলি তোর
'সেরা মানুষে'র ফরমান।।


[স্ত্রী/বউ> বেইচ্চা, বেইচ্চাক> বেইচ্চাকে, নোহায়>না হয়>হয় না, ব্যাহে>বা হে> বাবা/বাপু হে, উল>অই গুলা, কেলাশ সেবেনেত> ক্লাশ সেভেনে, সগার>সবার, কর্মীক>কর্মী, আচিনু> আছিলাম, দ্যাকো> দ্যাখো, নিনু> নিলাম, দুনিয়া কাঁপনো দশদিন> লেনিন গ্রাদের যুদ্ধ, কিষণ চন্দ্রের গাধা > উপন্যাস- 'আমি গাধা বলছি, বিপোলবি তানিয়া- রাশান বিপ্লবী তরুণী -যার আঠারো বছর বয়সে ফাঁসি হয়েছিলো, বাঘা- বিপ্লবী বাঘা যতীন, বিবিডির- বিনয়, বাদল, দীনেশের; আইটার বিলডিং-  ব্রিটিশ কোলকাতার রাইটার'স বিল্ডিং, পাওরুটি> পাউরুটি, চিকা মারা> দেয়াল লিখন, নাউয়া>নাপিত, বান্দোর নাচা> বানরের নাচ করায় যে, হাংরার বাঁশ> কবর সাজানোর বাঁশ, আংরার বাঁশ> শব দাহের বাঁশ, জন>জোন>ঝোন, চোখ>চোক, আন্ধার> আন্দার, না জানোং> জানিনা, তাসাউফ> আল্লাহ্কে পাওয়ার সাধনা, ফানাফিল্লাহ> আল্লাহ্ সাথে থাকা, বাকাবিল্লাহ> আল্লা প্রেমে লীন হয়ে যাওয়া। এটা শব্দ-কোষ গোছের কিছু না, শুধুমাত্র সারাদেশ এবং পশ্চিম বাংলায় আমার কিছু পাঠকের পাঠ সুবিধা-কল্পে]