২৫.১০.২২


বাড়িটা ছিমছাম পরিপাটি তুমি নির্জন একাকী
কোনো এক স্বপ্ন বিড়াল শিয়রে বুঝি, গা ছমছম
রাত ভার হয়ে গেলে- দেখো গভীর শরীর ঘাম
সিটি দিয়ে চলে যায় মাঝ রাতের ট্রেন বুকে কি!


বাড়িটা ছিমছাম পরিপাটি তুমি নির্জন একাকী
ঝুম-ঝুম পায়েলিয়া আঁধার রাত দাঁড়ালো হেসে
দুয়ার খুলে ভিতরে নিয়ে গেলে সোনার হরিণ
কোনো স্বপ্ন চাঁদ সুখে বাতাসে ভিড়ালো ডিঙা বুঝি!


বাড়িটা ছিমছাম পরিপাটি তুমি নির্জন একাকী
মিলে গেলো পুরু ছাদ তুমি তাকালে খোলা আকাশ
উড়ে গেলো দূরে রাত চরা পাখি সরালির ঝাঁক
চোখের তারায় নেচে-গেয়ে তারাদের ঝিকিমিকি!


বাড়িটা ছিমছাম পরিপাটি তুমি নির্জন একাকী
নেমে এলো সুখ চাঁদ নরম সবুজ বুকের ভিতর
শীতল শিশিরে ভিজে দিয়ে অশীতল দেহখানি
পেয়েছিলো ডানা হয়ে কি রাতভর সরালির সখী!


বাড়িটা ছিমছাম পরিপাটি ছিলে তুমি নির্জন একাকী।