১৯.১১.২০২২


সেই- পুরাতন চশমা তামাদির খাতায় মাথা কুটে মরুক
অই- দূর দূরান্তে সব নক্ষত্রপুঞ্জ পুড়ে ঝর্ণা আলো ছুটুক
এই- পৃথিবীর জঞ্জাল স্বপ্নের অপার্থিব ব্লাকহোলে জমুক
তুমি- আলোর বন্যা নিয়ে আঁচল ভরে এসো নব সুর বাজুক...


আহা- পৃথিবী অন্ধকার ভাগাড়ে হাসে তার কাক আর শৃগাল
তবু- স্বপ্ন-বিলাসে ফেঁসে চাতকের রোদনে ভেসে যায় পৃথিবী
তাই- আলো সৃজনি হয়ে আঁচলে আনা আলো বিলায়ে দিয়ে আজ
এসো-  সকলে মিলে হেসে খেলে গেয়ে পৃথিবী-তে আলো ঘর তুলি।