১৯.১০.২২
আহা তুমি সবার সে একই তুমি
গড়েছি নাহয় আলাদা ঘরনা থেকে
আলাদা আলাদা করে কিছু আলো কিছু অন্ধকারে


তবু তুমি আমার বাগানের ফুল হয়ে এসো
নানান রঙের নানান গন্ধের ফুল
আমার বাগানে সব মধুপেরা যেমন খেলে
খেলে নানান কীটেরাও


সব খেলা খেলা নয়
সুন্দরের খেলায় কিছুটা ঈর্ষা তো থাকবেই
সেটা এমন কিছু না
আচারের বাহ্যিকতা যদি নান্দনিক হয়
কল্যাণের হয়- থাক না সে বাহ্যিকতা


যা একেবারেই অসুন্দর বাহ্যিক
ছুঁড়ে ফেলে সেই বাহ্যিকতা
অন্তর রাঙাবো সুন্দরের রঙে
মেতে রবো প্রেমের খেলায়
সেখানে যে জিতবে সে জিতবে
যে হারবে সে-ও তো জিতবে


এসো প্রেম আর সুন্দরের লড়াই নিয়ে
এ লোকায়ত বাংলার ক্ষ্যাপাদের সুর-সম্ভারে
বহমান এক নদী হয়ে
প্রেম সাগরে সাঁতার কাটি একসাথে দু'জনাতে...