০৩.০৭.১৮


থেমে যাওয়া কোন বিবর্ণ সময়
সেখানে পথের নদীতে থেমে থাকা
একদা অবহেলার শৈবালদাম
বিপ্রতীপ প্রেমে এখন মরূদ্যানে মহীরুহ-


বিচিত্র ফুলেরা সেখানে হাসে-কাঁদে
খরা চোখে পুনঃবৃষ্টি ঝরায়।


লু -হাওয়ায় টিকে থাকা
ফ্রয়েডিক প্রেমগুলো আজ শুধু ঘৃণার
নিরেট কোন ধ্বংসস্তুপ নয়,
পরিপূরক আরও অনেক কিছু!


যদিও বা কোন কোন অগ্ন্যুৎপাত
পুড়িয়ে দেয় ঘরের চৌকাঠ,
কখনো কখনো গোলাপের লালিমা
কদর্য লেহনে ব্যস্ত জাগতিক রাহুরা!


তবুও আবার
মনের কোণে মন গড়ে ঘর
আর গোলাপ গোলাপ-ই থাকে
মাধুর্য হারায় না তার।