০৭.০৮.১৭


হুইসেলে শব্দনকীবের সাবধান বাণি
ঘরর ঘর শব্দ মাল গাড়ির,
সময় ঘোড়ার পশ্চাৎগতিতে মহাপরমাণু
সম্মুখগতিতে অজানা ব্লাকহোল।
জীবনানন্দ খুঁজে জীবন স্রোতে
রক্ত ক্লেদ বসা থেকে উড়ে যায় মাছি।
হৃদয়ের ঘাসে দশ ফুট ব্যাসার্ধে
বৃত্ত আঁকে একটা বলদ হরদম।
মাস্টার মহাশয়ের হাতে ধরে
যোগ বিয়োগের ঘষামাজা,  কাটাকাটি।
দুয়ে দুয়ে চার আবার দুই দুগুনে চার
-তেমন বিস্ময়কর না-কি!
মনের কুয়োতে করে ব্যাঙ মাতামাতি
মগজে হাতুড়ি পেটানোর শব্দ
থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়
-জীবনটাই এক বিপন্ন বিস্ময়!