১২.০৫.১৮


আচিলো না কোন টিভি
রেডিও হঠাৎ
আচিলো না মাইক
ঘড়িটা দেওয়ানির সাথোত।


কি দিন আচিলো ব্যাহে-
এই সেদিন সাতাত্তর সালোত!


কুটকুটা আন্ধার দ্যাখি
না দেখির পেয়া গায়ের পশম
রোজা খুলিনো সবায়!


মাগরিব পড়িয়া দেখি-
সে-কি! হায়, হায়
সোনার থালার মতোন বেলা
আন্দার সারেয়া শ্যাষোত
ভুল্কিমারি দেখা দেয়,
দাঁত ক্যালেয়া হাসে-
বসিয়া পাটোত!


বিশ্বাস করো ব্যাহে-
স্যাটেলাইট নিয়া,
মুক্তির পথে পা দিয়া
আনিসুল মিয়াঁভাইর কলিমুদ্দিন -
হামরাও এলা বারো হাজার ক্রোশ উপোরত !!



প্রসঙ্গতঃ কবি আনিসুল হকের কবিতার লাইন-
" বিশ্বাস কি হয় ব্যাহে-
এই কালিমুদ্দিন শেখ, মুইও যুদ্ধোত গ্যাছিলং।
নাঙ্গল ফ্যালেয়া কান্ধোত বন্দুক নিছিলং।"