1.
ঈশান কোনে মেঘ ডাকছে
দেখো বোশেখ এসেছে
দুড়ুম দুড়ুম
গুড়ুম গুড়ুম
যেনো বাজনা বাজাচ্ছে।


2.
উঠছে ফুঁসে কালো মেঘে
শোঁশোঁ করে বাতাস ছোটে
কর্ করাত্
মর্ মরাত্
ভাঙ্গে যে ডাল ঝড়ের চোটে।


3.
ছরাত্ ছরাত্ আগুন ছোটে
মাথায় যেন পটকা ফোটে
পট পটাপট
পট পটাপট
গান শোনা যায় শিলার ঠোঁটে।


4.
বাজিয়ে দেখো কার নুপুর
এলো বৃষ্টি এ ভর দুপুর
রিমঝিম ঝিম
রিমঝিম ঝিম
গেয়ে যাচ্ছে গান সুমধুর।


5.
টিপ টিপা টিপ বৃষ্টি শেষে
তর তরিয়ে পানি ছুটে
কলাত্ কলাত্
ছলাত্ ছলাত্
পানি ঘেটে দিন যে কাটে।