২৩.১০.২২


কোঁকড়া কোঁকড়া শাক কিননু মুই শাখা-মাছার হটোত
ছওয়া বুড়া সগায় কেন্বা কেউ নিলে না পাতোত


জলোত পড়িল আশাটা মোর ঢেঁকিয়ার আঁটি কিনি
কোঁকড়া চুলের বেইচ্চার মনটা ফ্যালানু মুই চিনি


মনোত আচিল্ ঢেঁকিয়া শাকে ভাজি খৈলসা মাছ
ডাইলে ভাতে খামো সগায় মনের মিটি আশ


ছওয়া বুড়া কাঁটা দেকি আঁতকে আঁতকে উটে
কাণ্ড দেকি মনের দুকে কাঁন্দি দিনু পাচে।