১৭.০৪.২২      


ঝড় এসেছিলো
ঘন কুসুম লাল লাল মেঘে ছেয়ে
আকাশ কালো করে এসেছিলো ঝড়
লাল মেঘের জটরে
এতোটা কালো ছিলো কেউ ভাবেনি আগে…


ঝড় এলো- তোমার বায়ান্ন
আর আমার তিপ্পান্ন যদিবা- তখন
তবে যা বায়ান্ন তাহাই তিপ্পান্ন
বিষয়টা সেরকম তো নয়- ফাঁকি ফাঁকিই…


সত্যের আংশিকতা বড় বেশি আশঙ্কা সংকুল
ভার্চুয়ালি স্বপ্নগুলো নানাভাবে
যদিও খেলা করে এখনো বালিকার চোখে
হেঁটে যায় রক্তাক্ত হাতে ভূতাবেশ বালক
কল্পনার মেঘে মেঘে …


অ্যাবসোলুট কিছুই নয় জেনে- তাকানো আকাশ
ঘোর আবেশে যেভাবে নেমে আসে অবাস্তব
আর উঠে যায় মুছে যায় অচাওয়া অজানায়
দিগন্ত ধারণা শেষে সুদূর অনন্ত শূন্যে...