১৮.০৪.২২


বস্ত্তুর নির্যাস থেকে উৎসারিত বাষ্প
ভাবের ধোঁয়ায় থেকে থেকে
নিজ ব্যপ্তিতে আর সংস্কৃতিতে
খুঁজে ফিরেছে তার আদি একই বৃত্তে।


খালে-বিলে, জলা-জঙ্গলে, দেশে-বিদেশে
ফসলের মাঠে আর ধুসর মরুতে।


অপূর্ব দেহ কাঠামো
লীলায়িত নিজেদের মতো।


আহা, ক্লিওপেট্রা
কোন সাপে করেছিলে স্তন্যদান
ধোঁয়াশা চাদরে ঢেকে!


ধুলায়িত ভাব
বস্তুর দেহ খসা ধুলোর মত শত
বিশ্ব চরাচরে
ধুলি এনে চোখে দেখাইছে অবিরত।