০৭.১২.২২


খাওয়ার মধ্যে শিল্প আছে
মশা গান করে গায়ে বসে
ফুটো করে ইনজেকশন ধাঁচে
অতি ধীরে নেয় রক্ত শুষে।


শিল্প-শৈলী মেনে খায় জোঁক
চুমু দিয়ে খায় ভালোবেসে
খারাপ রক্তে-ই বেশি ঝোঁক
কল-কলে এসে ঘায়ে বসে।


মজুদ করে রাখেনা ফেলে
হায়েনা খায় নিয়ম মেনে
বাঘ-সিংহে খায় খিদে পেলে
উচ্ছিষ্ট খুঁজে খায় শকুনে।


বাংলার শকুন আস্ত গিলে
বন্ধুতা গড়ে বাঘে-শেয়ালে।


ব্যাংক-বীমা শুধু পরিহাস
খেয়ে নেয় নিরন্নের গ্রাস!


গোগ্রাসে খায় রক্ত সন্দেশ
হাভাতেদের স্বর্গ স্বদেশ
পোষ্য-শিষ্য নমস্য কপট
দেয় বেগম পাড়া চম্পট!