০৯.১০.২২


হৃদয়ে আজও সেই সূর্য
এবং আকাশে আজ
সেই পুরাতন সূর্য এই পৃথিবীর
এসেছি দীর্ঘ পথ পেরিয়ে ধীর, অস্থির
কখনো চঞ্চল চড়ুই
ফেরা হয় না সেপথে কোনদিন জানি
ফেরা হয় না নতুন শুরুতে শুরু থেকে
তবুও আকাশে আজ পূর্ণিমা সমস্ত পৃথিবীর
চাঁদের আতিথ্যে
সমস্ত পৃথিবীর মানুষ আজ উৎসবে জাগে
মানুষের ভিতরের মানুষ নিজের উৎসবে
আজ পূর্ণিমার জলে স্নাত
মৌলভী, বিশপ, পুরোহিত, ভিক্ষু একই তিথির
এবং আকাশে হাসবে কাল হৃদয়ের সূর্য
ঠিক মানবিক পৃথিবীর।