২৯.০৭.১৭


ঝির ঝিরিয়ে খুঁড়িছে হৃদয় আপন
যতো বরফ গলিছে পাহাড় চূড়ায়
গুন গুনিয়ে গড়িছে কাহার নিলয়?
বিড় বিড়িয়ে কিসের নেশায় মগন?


তির তিরিয়ে চতুর-দশীর মতন
বন বাদাড়ে ছুটিছে পথের আশায়
প্রেম পিয়াসে বিভোর সাগর মায়ায়
বক্ষে তাহার উথাল সুখের কাঁপন ।।


মতি-ভ্রমে হয়ে গেলে গতি পথ-হারা
হারা পথে পায় ফিরে নতুন ইশারা।


মরুর বুকে শীতল পরশ তাহার
তরুর সুখে দারুণ মাতাল বাতাস,
ছড়িয়ে যায় ফুলের সুবাস বাহার
হাসির আভা ছড়ায় অরুণ আকাশ।।