০৩.০৬.১৮


মুক্ত নীলিমায় চলে ঘুড়ি নিয়ে খেলা
অঞ্চল ভেদে বানিয়ে চিল ডানামেলা
ঢা-উস, মোম্বাতি, বগ্গা কতশত নাম
যতোই বিকার ততো আকার উদ্দাম।
উন্মাদিত হয়ে খেলা মাজা দেয়া ডোরে
কাটা কাটি সারা বেলা করে যায় ঘোরে।
আকাশে উড়িছে ঘুড়ি উড়িছে শকুন
দিগে দিগে ছুটে চলে বিদ্বেষ আগুন।
বানায়ে ও বানিয়ে ঘুড়ি চলিছে খেলা
বিশ্ব বেনিয়ারা সবে বসিয়েছে মেলা।
হিসেবের খাতা বাকি খেলা তবু জমে
কল্পনার রঙে ঘুড়ি কোথা যেন থামে!
আদি থেকে চলে আসা কি মজার খেলা
দেখিতে দেখিতে কাটে জীবনের বেলা!