-২৪.০৯.২২


কবিতা, বলো তো কোথা তোমায় খুঁজি-
মলয় বাবুর বাড়ি না-কি রশীদ হারুণের ঝুড়ি
রবি বাবু গেছেন, জীবনানন্দে কাটে ঘোর...


দেখি প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার আর
ডুব্বাল নাছোর


হায়- যৌবনের কবি
ব্যথার পাহাড় ডিঙে তুমি নীল পাখি
নিয়ে গেছো গান দূরবাতাসে


নরকের দুয়ার হতে এসেছে দুপুরের দুত


সোজা পথ লীন হয়েছে বন্ধুরে এসে
আজ এই নরক দুপুরে
খাঁড়া খাঁড়া পাথুরে পাহাড়
পাথুরে খাঁড়িতে বদ্ধ জীবন


উত্তাল ফেনিল তরঙ্গে দোলাও- কার নৌকা
হায়- ডুবুরি, কোন সে মাঝি ডিঙা বায়
জল সেঁচে সেঁচে ডুবে যায়-
ভেসে যায় কবিতা আমার


ব্যাঙাচিতে ভেসে গেছে খাল-বিল
সোনালী মাছেদের উঠোন
হায়, মাছরাঙা বলো- খয়েরী ঠোঁটে
নিয়ে গেছে কোন চিল


কবিতা কি ভেসে ভেসে তারা হয়ে গেছে আকাশে-
তার সাথে,


ভেসে বেড়ানো সেই ক্ষ্যাপা লোকটা
নাকি পথ কবি
হেঁকে যেতো পথে পথে, অমিয় প্রলাপে-
"ও-ও- পাবলিক ভাই- জেগে আর লাভ নাই,
চলো সখি, এখন আমরা ফুল বাগানে যাই।"


তোমার বিরহে পুড়ে খাক হয়ে যাই-
ওহ্হ ক-বি-তা, বলো তো- কার আকাশে খুঁজি!