০৩.০৬.১৮


পূবের আকাশে আস্ত একটা বারোয়ারি চাঁদ।
চাঁদ সেজেছিলো উৎকট উজ্জ্বল রঙে।
দুরের সবুজ বনে প্রথম সন্ধ্যার ছায়া ছায়া অন্ধকার।
বলাকার ঝাঁক ঈষৎ পথহারা হয়ে করেছিলো হাকডাক।


ধুসর মরুর নিরবতায় স্তব্ধ গারহা হৃদয়।
নুয়ে পড়া খর্জূর বৃক্ষে দেখা পাতাহীন জীবন।
শ্যেনদৃষ্টির গভীরে দুলে ওঠে দূরের আকাশে ভাগাড় বাগান।
লিলুয়া বাতাসে ঝরেছিলো নিম ফুল সেই কবে!


আটপৌরে রমনির দাগি শাড়িতে চাঁদের ঝিলিক!
ছায়া ছায়া মানুষের আনাগোনা
অশ্বত্থের ঘনকালো ছায়াতলে,
দুরের কতিপয় গাছের ডালে পেঁচাদের সভা!


কখনো সময় আসে
চাঁদের কঙ্কালে ইঁদুরেরা বাসা বাঁধে।