১৯.০৯.২২
আমি নিতান্তই তো লে-ম্যান
লে-ম্যানদের মতই নিজের
অনুভূতি করি না দমন
চাণক্য পোলারা চাণক্যের জলে ডুবে
চাণক্য খেয়ে খেয়ে
সব চাণক্য চ্যালা সেজে বসে আছে
পদ্মার জলের ঢেউয়ে
চোখ বুলিয়েই তারা পেয়ে যায় কতো কিছু
স্রোত-মতি-গতি
মিলিয়ে নেওয়া পালের হাওয়া কালের দাওয়া
আমি সূর্যকে পিঠে ধরে সারাদিন
দেখি শুধু ঘোলা ঘোলা জল
পঁচাসরা যতো ভাসমান জঞ্জাল
আর দেখি অথৈ পাথার
দেখি যাই তাই বলি বয়ানে আমার
এও জানি-
শুধু তলিয়ে যাচ্ছি জীবনভর।