১৫.০৮.২৩


চলে যা ঘুম- চলে যা,
আড়মোড়া দিয়ে চেয়ে দেখি-
গলে চোখের ফোকল
হেঁটে যায় এক অচেনা বাউল
-মগজের রাজপথ ধরে।


ছিঁড়ে গেছে তাঁর একতারাটার একটি মাত্র তার
ছেঁড়া তারে তবু সেধে চলে কোন সত্যনিষ্ঠ স্বর!


পথের ধারে ভাগাড়ে-
বসেছে কাকের হাট।


অবগুণ্ঠিত- কাক মেয়েরা সবে
ডেলিভারি পন্য নিয়ে ফেরে
অচেনা সুরে, কুহুক সে নারী
গৃহস্থের, দুয়ারে কড়া নাড়ে।


গন্দম অথবা ধুতরার ফল ঝরা ক্যানভাসে পাওয়া
ময়ূর পক্ষী, সর্প, নন্দী, ভৃঙ্গী আদম, গন্দম, হাওয়া
আরও হাঁটে- শিব-পার্বতী, মগজের পথে-
হাঁটে কতগুলো শেয়াল- একই সাথে।


আহা, ঘুমদেবি- কোন রোগে দিয়েছিলে ঢেলে
ঘুমের গরল
কোথায় লুকানো ছিলে গ্লানিময় দিনে-
এখনও নেভে না অনল।