০১.০৮.১৭


সভ্যতার ঊষা হাতে সেকি আদিমাতা
নাকি আদিপিতা ভবে জেগেছিল তবে?
জানোয়ার সাথে লড়ে যুদ্ধংদেহি পিতা
জানোয়ার সম, গৃহ গড়ে মাতা সবে।


বীজ ফুল-ফল শস্য উঠানে তাহার
শ্যামল মায়ায় পূর্ণ রতনে-কাঞ্চনে,
হৃদয় ভাঁড়ারে ধরে কুসুম বাহার;
শাসে দানবেরে মাতা পরম যতনে!


সৃজিছে সৃজনি মাতা দানবে মানব
প্রেম দিয়া সুধা দিয়া দিয়া তার সবি ;
নিজেরে না ভাবে মাতা কিযে অনুভাব
প্রকৃতি গড়েছে তাকে করিয়া মায়াবী।


মাতা তাই প্রাণ সম মাতা মায়াময়
মাতা আদি মাতা অন্ত তুলনা কি হয়!!