১৬.০৮.২১


নিটোল চরণ আল পথে তার ছিলো টলমান
আলতা পায়ের এক মেয়ে কার্তিকের ধানক্ষেতে
সোনার বরণ


এলোকেশি সেই সুদুর পিয়াসে খেয়ালিতে মেতে
করেছিলো খেলা একঝাক শালিকের সাথে মিশে
আল পথে যেতে


সোনালি বিকেল তার সাথে দুলে উঠেছিলো হেসে
সোনা সোনা ধান ক্ষেতের ডগায় আপন খুশিতে
তারে ভালোবেসে


আর কুহকিনী গোধুলি বেলায় গিয়েছিলো ফিরে
শ্যামাঙ্গিনী মেয়ে এই হৃদয়ের আল পথ ধরে
আড় চোখে চেয়ে


কুয়াশার ডোরে- ঈষৎ কুয়াশা ঠেলে ধীর পায়ে
ঢুকেছিলো গিয়ে কুয়াশা চাদরে ঢাকা তার নীড়ে
পিছু ফিরে নিয়ে


দিগন্ত আকাশে লাল-সাদা-কালো মেঘেদের খেলা
ক্ষণিক গোধুলি মায়ায় পাতানো রঙ-এর মেলা
সবকিছু তার
রেখে দিয়ে হায় সোনালি ক্ষেতের পর!