০৪.০৮.২১


মরুতৃষ্ণা নিয়ে
এ্যারাবিক কোন কবি
এঁকেছেন যেভাবে সুশীতল ঝর্ণার ধারে
দ্রাক্ষারস হাতে
কিংবা ধরো
ইমরুল কায়েসের কবিতার জল থেকে
অথবা মরুতে মরুতে তাঁবু থেকে তাঁবুতে,
যেকোনো টোটেমের যুদ্ধ, শান্তি কিংবা সন্ধিতে,
প্রাগৈতিহাসিক গুহাচিত্রে,
তূষার ঝরা সকালে-
ভেন গঁগের আঁকা
কিংবদন্তির-
যে কোনো ছবিতে,
ভিঞ্চি কোডের হলি গ্রেইল আর
স্টার খচিত গীর্জা- মিনারে,
নতুবা দ্রোহের কবি
আল মাহমুদের
সোনালি কাবিনে-
জীবনানন্দের আকাশে আকাশে
বাতাসের ওপারে বাতাসে
শিশির ভেজা হেমন্ত ঘাসে
আবহমান কাল সকল বুকে সকল কিছুতে
তোমার নিবাস।


সুলতানা রাজিয়া, ঝাঁসির রাণী
প্রীতিলতা সে-কি আজ সময়ের পরিহাস-
পুরুষের চোখে!


অথচ জলপাইয়ের ঝড়া পাতার তামাটে রঙে
সাজানো কোন সংসারে,
উচ্ছ্বাসে উল্লাসে,
ঝঞ্ঝা বিক্ষুব্ধ তিমির রাতে,
শ্যামলে-কমলে সবখানে-
এই বাংলার মতোই
তোমাকে পেয়েছি আমি নারী,
-এ বাংলার শ্যামল মায়ায়।