২৪.০৯.১৭


চিত্রটা এমন-
আকাশ কালো করে ধেয়ে আসে শকুন,
ভাগাড়ে একটি মৃত গরু।
চঞ্চল কাক উল্লাসে ছোটাছুটি করে,
অদুরে বসে শেয়াল ছক আঁটে,
দৃশ্য নিতান্তই আটপৌড়।
কুকুরের ডাকাডাকি- তেড়ে যাওয়া,
সুযোগ সন্ধানি চিলের ছোঁ দেওয়া,
অতীব সাধারণ ঘটনা।
এক্সপোজিং কৌশলে শকুন ডানা মেলে
জানান দেয় তার বিশালত্বের!
ভনভন শব্দে মাছি উড়ে,
উড়ে দূর আকাশে ঝলমলে রোদে
উচ্ছ্বল পায়রা দল।


শকুন কখনও পায়রা হয় না-
ইঁদুর কপালে যদি ডানা জোটে
বড় জোর পরিচয় মেলে চামচিকা বলে
অথবা বাদুড়।