০১.১২.২২
অন্তর্লোক হতে স্বেচ্ছা নির্বাসন নিয়ে
হেঁটে হেঁটে পথে পথে থেমে থেমে ধীরে
হেঁটেছি জঞ্জাল ঠেলে ঠেলে যতদুর
জমেছে শরীরে ততো জঞ্জালের গন্ধ।


যখন তাকিয়ে দেখি- সে-কি, হাঁয়! অন্ধ
সময় বয়ে গিয়ে ভাটায় সমুদ্দুর
খসে গেছে ছন পরিপাটি সেই নীড়ে
বাড়িয়েছে হাত কোনো নক্ষত্রের মেয়ে।


নুপুর পায়ে আসে স্বর্গের পথ বেয়ে
বুঝি তার সুরের ছন্দে পেয়েছে ফিরে
অন্তর্লোক তাকাতে পুনঃ কিছুটা দূর


উদ্ভাসিত হোক ততটুকু আলো দিয়ে
বাকি পথটুকু অবেলায় ছন্দ ও সুরে
নিশ্চিত আবাসে ফিরে যাক অন্তঃপুর।