০৮.০৮.২১


নৃত্য চটুল নিরুপমার বয়স যখন ষোলো
তাকে দেখে বুকে আমার সুখের অসুখ হলো।
ঘুম হারালো চোখের তারা
নামলো বুকে দারুণ খরা
রাত বিরাতে নুপুর তাহার কানের ভিতর বাজে।


তেরে কেটে তাক বাজনা তালে
ধিন তিনা তিন পেখম খুলে
মন ময়ূরী নাচে
মন বসেনা কাজে।


কাজ ভুলে যাই সব ভুলে যাই
ভুলি নাওয়া খাওয়া
ঘোরের মাঝেই
এ মোড় সে মোড় কেবল আসা যাওয়া।


দিন ফুরোলো রাত ফুরোলো
দম ফুরোলো যেদিন
ফিরেই দেখি পাহাড় সম
খেলাপি কাজের ঋণ।


ঋণ মিটানোর নতুন সময়
যায়না ফিরে পাওয়া
শুকনো বুকের স্বপ্ন মুকুল
ঝরিয়ে যায় হাওয়া।


সময় গেছে সহায় গেছে গেছে মনের বল
সুখের অসুখ কেটে গেছে চোখ ভরেছে জল।