২৫.১০.২২
মানুষ থেকে দূর নির্বাসনে দেখা একদিন
টোমেমপতিদের মানবিক সংহার


ক্রুসেডে, কুরুতে, মরুতে
যেকোনো স্বার্থ-সংঘাতে
জালিয়ানওয়ালাবাগের আবদ্ধ ভূমিতে
কিংবা কৃষ্ণ সাগরের উত্তাল ঢেউয়ে


হে মানুষ ফিরে ফিরে দেখা সেই একই রক্তস্রোত ভিন্ন ব্যাপ্তিতে…


ভারি অদ্ভুত লাগে যখন তুমি
অকুলে ভেসে যাওয়া মানুষেরে মুক্তির কথা বলো
অথচ মনের মধ্যে এঁটে রেখেছো দরজা
নিজেরই অজানা নিজের চশমাখানা...


প্রকৃতির আলোয় চশমাহীন
হাড়েমজ্জায়
তোমারে দেখেছি অকাট অন্ধকারে


কাঠপুতুল নও
হয়ে গেছো ভিতর থেকে আরও বেশি কিছু তুমি...


হে শামুক মানুষ অনুভুতিটাকে দর্শনে মেলাও
চোখে তুলে নাও নতুন দিনের আলো
অন্ধকারে স্যাঁতসেঁতে-
শুঁড়ে ছুঁয়ে ছুঁয়ে কি আলো পাও দৃশ্যের...


ওহে কল্পচারী
দৃশ্য থেকে দৃশ্যান্তর পায়ে দলে পরিশিষ্টে
কি ছবি আঁকো বসে অচেনা অন্ধকারে...