২০.০৯.২২


সেঞ্চুরির পথে হেঁটে হেঁটে
একদিন মিলেনিয়ামে হবে আড্ডা
গ্যালাক্সির পথে হেঁটে হেঁটে দূর
কোনো এন্টি বস্তুতে তুমি আমি দুজনা


চাইলেই তুমি- সহস্রবার
এই পৃথিবীর কাদা পলি জল
ফুল পাখি ফল
সোনালী শস্য ক্ষেতের পাশে বয়ে চলা নদী
আর পৃথিবীর কোলাহল
সব দিয়ে দেবো- সেখানে তোমায়


তবুও চাও যদি ঢের- এ পৃথিবী আবার
গড়ে দেবো আমি- সহস্র সহস্রবার


অথবা কোনো দুরন্ত কিশোরের
বরশী-তে গেঁথে তুলে নিয়ে যাবো


-কারণ মাটির এই ঝুলন্ত পৃথিবী
আমি বড্ড বেশি ভালোবাসি, আর
আমি জন্মাতে চাইনা আবার!