১৭.০৪.২২


জীবনের আর কি আছে দেয়ার,
যান্ত্রিক স্পন্দনটুকু ছাড়া!
সেদিন তো আমি সব পেয়ে গেছি
এই হাতে যেদিন রেখেছিলে-
চোখে চেয়ে বিশ্বস্ত হাত দুটি।


আলপথে যেতে যেতে তুলে লজ্জাবতীর ফুল
দিয়েছি কানে গুঁজে, তোমার
খোঁপায় ভাঁটফুল।


বাতাসে উড়ায়ে রঙ্গিন আঁচল-
বলেছিলে আড় চোখে চেয়ে
আহা! সাতমনিহার হতো বুঝি পাওয়া
সময়টা বর্ষা হলে।


শুধু ততোটুকু ছিলো-
সময়ের প্রতীক্ষা জীবনে,
শুধু ততোটুকু- স্বপ্ন নিয়ে ভেসেছি জলে
হয়তো বেঁধেছি ডাহুকের বাসা একদিন!


শুধু ততোটুকু অতৃপ্তি নিয়ে বর্ষার বিলে,
শাপলার হাসি নিয়ে আবহমান এ বাংলায় অবিরত


খুঁজে ফিরবো তোমার শালুক প্রেম,
অজানা অন্ধকারে হারায়ে গিয়েও -নিস্পন্দ।