১৫.১১.২২


এক জোড়া প্রজাপতি উড়ে উড়ে খেলা করে
শীতের মদিরা পানে পূর্বরাগ ঝরে পড়ে-
প্রণয় অনুরাগে সূর্যের রশ্মিতে টুপটুপ,
-পোড়া খেজুর রসের গন্ধে বাতাস নিশ্চুপ!


ঝাঁঝালো গন্ধের বৃত্তে কাটে মেঘহীন দুপুর
মন প্রজাপতি মাখে নাই হলুদ রোদ্দুর!
আপন খাঁচায় প্রজাপতি মায়া গেছে কেটে-
অবেলার শৈশবের শুঁয়োপোকাদের সাথে।


থেমে থাকা সময়ে অসময়ের গুটিপোকা
লালা ছাড়ে ভুলের, তালকানা সময়ের সুর-
বিশ্বাসের খুনে পেতে চায় প্রজাপতি ডানা!
-ধুলিময় বিকেলে গড়ায় শীতের দুপুর।


বাতাসের লালা বুনে ঘন কুয়াশা চাদর,
অণুর ভারসাম্য আনে মাঝে ধূলিকণা তার।
গিলে নেয় সকল কিছু অজগর সন্ধ্যার-
মিলে যায় খুনের রঙ দিগন্তে- বিশ্বাসের,
ভারহীন তুলোর ডানা- হয়না, কখনোই জানা।