০৩.১০.১৭


পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
বৃত্তের কোনও দিক হয়না।


চিন্তার ঘুড়ি উড়ে ডোর-লাটাই ছাডা
পৃথিবীপৃষ্ঠ থেকে দূরে আরও দূরে!


মহাপরমাণুর মহাবিস্ফোরণ সাথে-
সম্প্রসারমান চিন্তার ঘুড়ি ছুটে।


স্টিফেন হকিন্স একটি নাম
পিন্ড একটি- কল্পনার।


চিন্তায়, মগজে, মেধায়, মননে
অসীমে মিশে স্বাধীন সত্তায়! অথচ-


ঘুড়ির মেকার, ঘড়ির মেকার, দেহের মেকার
কিংবা ব্রীজের অথবা যে কোনো মেকার,


দেখি সবার ঘুড়িতে বিস্ময় খচিত ডোর থাকে-
থাকে কমন লাটাই!