০৪.০৬.১৮


বৃষ্টি পিছল অঙ্গে তোমার
দৃষ্টি ভিজে যায়,
মন ভোমরা মাতাল হয়ে
পঞ্চম স্বরে গায়।


ঝিলের টানে রাজহংসী
নৃত্য লয়ে চলে,
জাগে বুকে প্রেম-পিয়াস
সুর-লহড়ি তুলে।


সুরের ঘোরে বেতাল আকাশ
তাল খুঁজে না পায়,
হিন্দোলিত কদম শাখে
তিলং তালে গায়।


শীতল হাওয়া সারা দেহে
পুলক দিয়ে যায়,
মালহার রাগে হিয়া আমার
তোমায় ছুঁতে চায়।