২৭.০৮.২৩


চোখে, বিস্তীর্ণ নদীতে ভাসায়েছে জাহাজ, মানুষ কারিগর


পড়ে আছে শিবলিঙ্গ নন্দন কাননে পুরোনো ধুলোয়


তন্ডুবনে খসে পড়েছে নাচের তাল, ভুলের মূদ্রায়


পিতৃতাল খসে পড়া মণষা এখানে
খাঁচায় বন্দি নয়া বাইদার

ঝেড়ে মুছে চাঁদ ধুলো
জুতোর রথ পালিস করছে দ্যাখো নতুন চামার


বিশ্বামিত্র ধ্যান ভেঙে চেটেপুটে খায় দেহরস
মেনকার, হিসেব নগদ রাখি


উত্তরাধিকার!


মারিয়াম, মারিয়াম সুখে গায় পুরহিত পাখি


দুর বাদ্য ছেড়ে
খৈয়াম খৈয়াম সুখে ভাসি।


আলো বৈপরীত্যে দীর্ঘতর
ছায়া-অন্ধকার পড়ে থাকে পথে


সময়ের শকুন্তলা ডাস্টবিন থেকে
উঠে এসে হেঁটে যায় ফুটপাথে, তাকায় আকাশ


চেয়ে দ্যাখো ডাকে- দূর নক্ষত্ররাজি
ফিরে যাও অচিন পাখি
অলীক বাতাস
ফিরে দ্যাখো শুধু-
সত্যি, সত্যিই সহজ সহৃদয় এক শিশু


হে পৃথিবী সহজ হও আবার
হে পৃথিবী সদয় হও এবার।