~~~<<<•>>>~~~

অকালবোধনে জাগিয়ে শুধু আপন স্বার্থে
নীলপদ্মে চরণ আর সাজাবো না জেনো
নিবিড় ঘুমেই কেটে যাক সুপ্ত পরমার্থে
হৃদয় খুঁড়ে খুঁড়ে মিছে বেদনা জাগানো  ।

দুঃখ যদি হয় সাথী জীবনের চলার পথে
নেবোই তারে জড়িয়ে সাথে পরমানন্দে
স্বপ্ন যদি হয় পরবাসী, তুমুল ঝঞ্ঝা শরতে
হেমন্তের কুয়াশায় সমর্পিত প্রার্থনার ছন্দে

শীতের কুহক মায়ায় না রেখে লুপ্ত বিশ্বাস
পায়ে পায়ে পৌঁছে যাবো সর্বশেষ ঠিকানায়
প্রাত্যাহিক নিয়মের দেয়ালে বর্ণীল আশ্বাস
দেবে হয়তো সান্ত্বনা বিশুদ্ধ জীবন সাধনায়

মহাকাল তুমি ঘুমিয়েই থাকো অনন্তঃ মহাঘুমে
সাদা মেঘে ঠিক ভরবে আকাশ শরৎ মৌসুমে ।।

     ~~~<<<•>>>~~~