~~~<<•>>~~~

এখনি যাবে কেনো, থাকো এইখানে
থাকো আরো কিছুদিন
এই আকাশ, এই আলো নিশ্চিত টানে
ভেবো না রয়েছো অন্তরীণ ।

আর একটু থাকো, বসো এই পাশটিতে
কথা না হয় নাই হলো আর
চোখে নয় চোখ আর পারো না নিতে
তবু তো নামাতে পারো বুকের ভার ।

বৃষ্টিভেজা বিকেলে দিগন্তের মিহিন লাল
টুপটাপ টুপটাপ শিউলিঝরা সকাল
হাতে এনে দিয়েছিলে এইতো সেদিন
আজ কেনো হঠাৎ এমন মুখটি মলিন ।

ভৈরবী সুরের গমকে গমকে
ওস্তাদী মুন্সিয়ানায় টেনে ধরে সমকে
ইথারে যে আলোড়ন আজো ভাসে
মিয়া তানসেন এর ছবিখানি মুচকি হাসে ।

একই চাঁদের নীচে জ্যোৎস্নার চন্দন মেখে
এসো আজ দুজনে দুজনকেই রাখি ঢেকে ।।


    ~~~~<<•>>~~~~