~~~<<<•>>>~~~~


কবেই নিভে গেছে আলো
তুমি বসে আছো একা নিশ্ছিদ্র অন্ধকারে
কী দেখো ফিরে বারে বারে
দৃষ্টি কেনো আজ এমন সূঁচালো !


থাক, চেয়ো না অমন করে আর
হৃদয়ভেদী অই চোখে নেই কোমলবাহার
আমারও ইচ্ছে করে ফলেফুলে বাঁচি
রিক্তশূন্য মরাল বৃক্ষের মত তবুও দাঁড়িয়ে আছি


কতদিন কাটাবো এমন কেউ কি জানি
নদীর সরস জলে সাগরের লোনাটুকু টানি
অব্যয় অক্ষয় জীবন কে পেয়েছে কবে
যেটুকু হাতের কাছে সেও কি রবে !


উঠে দাঁড়াও এবার - মেলে দাও হাত
লাগাও চরাচর ভেঙে আসা হাওয়ার পরশ
দোহাই, থেকো না আর নষ্ট সময়ের বশ
ধীরে ধীরে গভীর হয়ে এলো রাত ।


ঊষার মোহন সময় সমাগতপ্রায়
জেগে ওঠো নবপ্রাণে - স্বপ্নিল আশায় ।।


  ~~~<<<•>>>~~~