~~<<••>>~~


সাদা থানে জড়িয়ে রাখো
আজন্ম পুষে রাখা সকল অসুখ
সকল দুঃখ কষ্ট যন্ত্রণা বিষাদ
যতনে লুকানো থাক বুকের গভীরে
অতল গহন কোণে মমীবৃতরূপ


অতঃপর মুখে সদা ঝুলিয়ে রাখো
পাঠ-অসম্ভব সুখের হাসি
চারপাশে দ্বিধান্বিত বিদ্বেষের জাল
মুখের সেই চোরা হাসি বর্মরূপে
মুখে ঝোলা থাক আত্মরক্ষার ঢাল


অফিসে হাজার ঝামেলায়
মুখে হাসি ঝোলা থাক
বৌয়ের স্বামীর লাখো মুখঝামটায়
মুখে হাসি ঝোলা থাক
পুত্র মাদকাসক্ত, রাজনীতির খুনের মামলায়
মুখে হাসি ঝোলা থাক
কন্যা যায় ডিসকো বারে রাত বয়ে যায়
মুখে হাসি ঝোলা থাক
বন্ধুরাও কম নয় তালগোলে বাহানায়
মুখে হাসি ঝোলা থাক


সকলের অগোচরে সারাদিনে জমে ওঠা
সকল অসুখ বেদনা রাতের অন্ধকারে
একান্তে সাদা থানে জমা থাক, জমা থাক
ক্রমে ক্রমে সাদা থান বেড়ে ওঠে আকারে
গ্রাস করে আদিগন্ত জীবনের গতি, স্বপ্ন নির্বাক


সুখ নয়, হাসি নয়, আনন্দ নয়, ভালবাসা নয়
জীবন পড়ে থাকে পথের দু'পাশে সাদাথানময় !!


        ~~~<<••>>~~~