***************
ওরা এসে হাত ধরে টানল আর
আমিও ওদের সাথে পায়ে পায়ে এগিয়ে গেছি আপনভাবে
আমি ঠিক জানি না ওরা কারা
ওরা কোথায় যাবে, কেন যাবে, কার কাছে যাবে ।


যুগ যুগান্ত ধরে হাঁটা আর শেষ হয় না
ওদের কাঊকে আর মানুষ বলে চেনা যায় না
ওদের চোখের আয়নায় নিজেকে দেখব
এমন উপায়ও আর নেই --


ওদের শরীরের অবয়ব নেই
ওদের চোখ দেখা যায় না আর
ওদের হাত পা গ্রীবা - ওদের শরীরের রঙ
সবই যেন কালের প্রবাহে মিলিয়ে গেছে কোথায়


ওরা হাঁটছে সবাই সমানতালে পা ফেলে ফেলে
দ্বিতীয় মহাযুদ্ধের আজাদবাহিনীর আনকোরা সৈনিকের মতোই
আমিও ওদের সাথে সাথে ছায়ার মতো হেঁটে যাচ্ছি - হেঁটে যাচ্ছি
জানি না কোথায় যাচ্ছি, কোথায় পৌঁছাবো !!


মহাকাল, তোমার ডাক এসে কবে করবে  বিদীর্ণ কর্ণকূহর !
মহাকাশ জুড়ে কখন উঠবে সেই অর্চিত প্রলয়বিদারী ঝড় !!