***********
কচি হাতের আঙুলে তর্জনী জড়িয়ে
হাঁটি হাঁটি পা পা - পা পা -;
পড়তে গেলেই ধরে নেয়া মায়াবী সেই হাত
তোর কি একটুও মনে পড়ে না !!


তুমুল জ্বরের ঘোরে কপালে কোমল পরশ
মাথার উপর ঝরে পড়া শীতল জলের ধারা
উদ্বেগে জেগে থাকা সারারাত সেই নির্ঘুম মায়া
তোর প্রাণে একটুও কি দেয় না সাড়া !!


রাতভোরে জেগে  মাঘের তুমুল শীতে
উঠোনের এক কোণে জমাট অন্ধকারে একা একা
পাতার আগুনে কম্পিত হাতে সেই ভাপা পিঠের ঘ্রাণ
বুকের ভেতর কোন পাতায় আছে কি রে লেখা !!


সেই মায়াবী হাত শীর্ণ হতে হতে
সেই কোমল মুখ দীর্ণ হতে হতে
এখন তাঁরে আর যায় না যে চেনা
তাঁর কাছে একজীবনের কতখানি দেনা


হতভাগা স্বার্থান্ধ আত্মপর আত্মজ রে তুই
তোর কি একটুও মনে পড়ে না -
                          তোর মনেই পড়ে না !!